Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ জানুয়ারি ২০১৯

জাপানে টেকনিক্যাল ইন্টার্ণ প্রেরণের পদ্ধতি ও শর্তসমূহ

বিএমইটি’র সাহায্য নেব, প্রতারণা থেকে মুক্ত থাকবো।

IM Japan (International Manpower Development organization)এর সহায়তায়    
বিএমইটি’র মাধ্যমে সরকারিভাবে বিনা খরচে জাপানে টেকনিক্যাল ইন্টার্ণ প্রেরণের পদ্ধতি ও শর্তসমূহ: 

  • Level N5 বা জাপানী ভাষায় পর্যাপ্ত দক্ষতা থাকতে হবে। 
  • প্রার্থীর বয়স ১৮ হতে ৩০ বছর।
  • শিক্ষাগত যোগ্যতা : এস.এস.সি।
  • উচ্চতা কমপক্ষে ১৬০ পস হতে হবে।
  • ইতোপূর্বে যারা জাপানে কর্মরত ছিলেন তারা আবেদন করতে পারবেন না।

IM Japan কর্তৃক টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগের চাহিদা পত্র প্রেরণ করা হলে তা বিজ্ঞপ্তি আকারে পত্রিকায় প্রকাশ করা হয় এবং উল্লিখিত শর্তসাপেক্ষে জাপানে টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে ৫ বছরের জন্য কাজ করতে আগ্রহী প্রার্থীগণকে www.bmet.gov.bd ওয়েব সাইট হতে আবেদন ফরম ডাউনলোড করে পূরণপূর্বক বিএমইটি কর্তৃক নির্ধারিত ই-মেইল ঠিকানায় প্রেরণ করতে হয়। আবেদিত ফর্মসমূহ যাচাই-বাছাই করতঃ যোগ্যপ্রার্থীদের প্রাথমিকভাবে বাছাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য তাদের মোবাইলে ফোনে মেসেজ প্রেরণ করা হয়। মোবাইল ফোনে মেসেজপ্রাপ্ত প্রার্থীগণকে নির্ধারিত সময় ও তারিখে বিএমইটি কর্তৃক মনোণীত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নি¤œবর্ণিত কাগজপত্রাদিসহ উপস্থিত থাকতে হয় :

  • Level N5  বা জাপানী ভাষায় পর্যাপ্ত দক্ষতা সংক্রান্ত মূলসনদসহ ১ সেট ফটোকপি। 
  • এস.এস.সি মূল সনদপত্রসহ ১ সেট ফটোকপি।
  • সদ্যতোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি। 
  • মূল জাতীয় পরিচয়পত্রসহ (National ID) অথবা জন্ম সনদসহ  (Birth Certificate)১ সেট ফটোকপি।
  • জীবন-বৃত্তান্ত (Bio-data)।

 

উল্লিখিত কাগজপত্র যাচাই বাছাই অন্তে যথাযথ প্রমানিত হলে-
 
  • আইএম জাপানের প্রতিনিধি দল কর্তৃক প্রাথমিকভাবে নির্বাচিত টেকনিক্যাল ইন্টার্নদের পরবর্তীতে গণিত ও জাপানী বর্ণমালা এবং শারীরিক যোগ্যতা (Run, Sit ups and Push ups) বিষয়ক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়।
  • গণিত ও জাপানী বর্ণমালা এবং শারীরিক যোগ্যতা বিষয়ক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে পর্যায়ক্রমে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৬ মাস মেয়াদী প্রি-ডিপার্চার ট্রেনিং এ অংশগ্রহণ করতে হয়। উক্ত প্রি-ডিপার্চার ট্রেনিং সফলভাবে সম্পন্নকারীগণ টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে প্রথমে ৩ বছরের চুক্তিতে জাপান গমন করে থাকেন। ৩ বছরের চুক্তি সফলভাবে সম্পন্নকারীগণের চাকুরির মান সন্তোষজনক, কর্মক্ষেত্রে সফলতা এবং কোম্পানীর চাহিদার ভিত্তিতে এ চুক্তি আরো ২ বছরের জন্য নবায়ন করা হবে।
  • প্রি-ডিপার্চার ট্রেনিং ও থাকা বাবদ কোন খরচ প্রার্থীগণকে বহন করতে হবে না। তবে খাওয়া বাবদ খরচ প্রার্থীগণকে বহন করতে হবে। 
  • জাপানে টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোন অভিবাসন ব্যয় কর্মীদের নিকট হতে গ্রহণ করা হবে না। শুধুমাত্র পাসপোর্ট তৈরি, মেডিক্যাল ফি এবং বহির্গমন ছাড়পত্র সংক্রান্ত ফি কর্মীদের বহন করতে হবে।